kalerkantho

শুক্রবার । ৯ ডিসেম্বর ২০২২ । ২৪ অগ্রহায়ণ ১৪২৯ । ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৪

‘অরবিট’ সিরিজের প্রথম স্মার্টফোন বাজারে

টেক প্রতিদিন ডেস্ক   

৪ অক্টোবর, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটে‘অরবিট’ সিরিজের প্রথম স্মার্টফোন বাজারে

স্মার্টফোনের নতুন সিরিজ ‘অরবিট’-এর প্রথম ডিভাইস বাজারে ছেড়েছে ওয়ালটন। ফোনটির মডেল ‘অরবিট ওয়াইফিফটি’। মেটালিক গোল্ড, বেবি ব্লু ও পাইন গ্রিন রঙে বাজারে পাওয়া যাবে।

ওয়ালটন মোবাইল ফোনের মার্কেটিং ইনচার্জ হাবিবুর রহমান তুহিন জানান, নতুন এই স্মার্টফোনের বিশেষ ফিচারের মধ্যে রয়েছে ৬.৮২ ইঞ্চির ফুল ল্যামিনেশন এইচডি প্লাস ভি-ড্রপ ডিসপ্লে, অ্যানড্রয়েড ১২ অপারেটিং সিস্টেম, ২.০ গিগাহার্জ গতির হেলিও এটোয়েন্টিটু এআরএম কর্টেক্স প্রসেসর, পাওয়ারভিআর জিই৮৩০০ গ্রাফিকস, ৪ গিগাবাইট র‌্যাম, ২৫৬ গিগাবাইট কার্ড সমর্থনসহ ৬৪ গিগাবাইট অভ্যন্তরীণ স্টোরেজ, ১৩ মেগাপিক্সেলের প্রধান সেন্সরসহ এলইডি ফ্ল্যাশযুক্ত এফ ২.০ অ্যাপারচারসমৃদ্ধ পিডিএএফ প্রযুক্তির অটোফোকাস এআই ট্রিপল ব্যাক ক্যামেরা, ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, ৪২০০ এমএএইচ হাই ডেনসিটি ব্যাটারি, ফেস আনলক, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ৩০ দিনের রিপ্লেসমেন্টসহ এক বছরের বিক্রয়োত্তর সেবা ইত্যাদি।

বিজ্ঞাপন

ভ্যাট ছাড়া ফোনটির দাম ১২ হাজার ৯৯৯ টাকা। দেশের সব ওয়ালটন প্লাজা, মোবাইলের ব্র্যান্ড এবং রিটেইল আউটলেটের পাশাপাশি ই-কমার্স ওয়েবসাইট ওয়ালটন ই-প্লাজা ও ওয়ালকার্টে ফোনটি পাওয়া যাচ্ছে।সাতদিনের সেরা