kalerkantho

রবিবার । ৪ ডিসেম্বর ২০২২ । ১৯ অগ্রহায়ণ ১৪২৯ । ৯ জমাদিউল আউয়াল ১৪৪৪

অস্ট্রেলিয়ার এক কোটি মানুষের তথ্য চুরি হ্যাকারদের

টেক প্রতিদিন ডেস্ক   

৩০ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেঅস্ট্রেলিয়ার এক কোটি মানুষের তথ্য চুরি হ্যাকারদের

অস্ট্রেলিয়ান টেলিকমিউনিকেশন জায়ান্ট অপটাসের অন্তত এক কোটি গ্রাহকের ব্যক্তিগত তথ্য চুরি করেছে হ্যাকাররা। অর্থাৎ দেশটির মোট জনগণের ৪০ শতাংশেরই তথ্য হাতিয়ে নিয়েছে সাইবার অপরাধীরা। সাইবার নিরাপত্তা বিশ্লেষকদের মতে, অস্ট্রেলিয়ার ইতিহাসে এটাই সবচেয়ে বড় হ্যাকিংয়ের ঘটনা। অস্ট্রেলিয়ার সর্ববৃহৎ টেলিকম কম্পানি অপটাস জানিয়েছে, পুরনো ও বর্তমান গ্রাহকদের চুরি করা তথ্যের মধ্যে ছিল নাম, জন্ম তারিখ, বাড়ির ঠিকানা, ফোন নম্বর ও ই-মেইল ঠিকানা, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স নম্বর।

বিজ্ঞাপন

এর মধ্যে পাসপোর্ট ও ড্রাইভিং লাইসেন্স নম্বর চুরি হয়েছে ২৮ লাখ মানুষের। অস্ট্রেলিয়া সরকার জানিয়েছে, অপটাসের ভুলের কারণেই এ হ্যাকিংয়ের ঘটনা ঘটে। ফলে এর মূল কম্পানি সিঙ্গাপুর টেলিকমিউনিকেশনসকে ক্ষতিপূরণ দিতে হবে। ব্যক্তিগত তথ্য চুরি হওয়ার কারণে অনেক গ্রাহককে পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্সসহ আরো কিছু পরিচয়পত্র পরিবর্তন করতে হবে। এই পরিবর্তনের জন্য যে খরচ হবে তা বহনে বাধ্য থাকবে সিঙ্গাপুর টেলিকমিউনিকেশনস। চলতি মাসের মাঝামাঝি সময়ে এই হ্যাকিংয়ের ঘটনা ঘটে। এই ঘটনার পেছনে আসলে কারা বা কে ছিল, তা এখনো বের করতে পারেনি আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী।

সূত্র : বিবিসিসাতদিনের সেরা