kalerkantho

শনিবার । ১০ ডিসেম্বর ২০২২ । ২৫ অগ্রহায়ণ ১৪২৯ । ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৪

ফটো ফিচার

২৮ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেফটো ফিচার

ভার্চুয়াল মানবী সুয়া

এই সুন্দরীর নাম সুয়া, পেশায় মডেল। দক্ষিণ কোরিয়ার টেলিকম কম্পানি এসকে টেলিকমের বিজ্ঞাপনে মডেলিং করবে সে। আদতে তার জন্মই হয়েছে মডেলিংয়ের জন্য। এআই প্রযুক্তিতে চলা ভার্চুয়াল এ মডেলকে কে-পপ শিল্পী জাং ওন-ইয়াংয়ের সঙ্গে একই বিজ্ঞাপনে দেখা যাবে।

বিজ্ঞাপন

সুয়াকে তৈরি করেছে থ্রিডি গ্রাফিকস ডেভেলপমেন্ট কম্পানি অন মাইন্ড। পণ্য বা সেবার প্রচারণায় ভার্চুয়াল মানবী মডেল তৈরির ঘটনা এই প্রথম।     

               সূত্র : গ্যাজেটস নাউসাতদিনের সেরা