kalerkantho

মঙ্গলবার । ১৬ আগস্ট ২০২২ । ১ ভাদ্র ১৪২৯ । ১৭ মহররম ১৪৪৪

নতুন মডেলের ব্লুটুথ স্পিকার আনল ওয়ালটন

টেক প্রতিদিন ডেস্ক   

৫ জুলাই, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেনতুন মডেলের ব্লুটুথ স্পিকার আনল ওয়ালটন

তিনটি নতুন মডেলের ব্লুটুথ স্পিকার বাজারে ছেড়েছে ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজের কম্পিউটার বিভাগ। ‘কোরাস’ প্যাকেজিংয়ে আসা নতুন মডেলের স্পিকার তিনটির মডেল হলো পিএস১৬, পিএস৩০ এবং পিএস৩৫।

ওয়ালটন কম্পিউটার পণ্যের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা মো. তৌহদুর রহমান রাদ জানান, ‘পিএস১৬ মডেলের ব্লুটুথ স্পিকারের দাম তিন হাজার ৮৫০ টাকা, পিএস৩০ মডেলের দাম ছয় হাজার ৯৫০ এবং পিএস৩৫ মডেলের দাম সাত হাজার ৫০০ টাকা। পিএস১৬ মডেলে ব্যবহৃত হয়েছে ৮ ওয়াট করে মোট ১৬ ওয়াটের স্পিকার আউটপুট।

বিজ্ঞাপন

এতে রয়েছে ২৫০০ মিলিএম্পিয়ার লিথিয়াম ব্যাটারি, যা ৫০ শতাংশ ভলিউমে ১৩ ঘণ্টা পর্যন্ত মিউজিক সাপোর্ট দেবে।

পিএস৩০ মডেলে ব্যবহৃত হয়েছে ১৫ ওয়াট করে মোট ৩০ ওয়াটের স্পিকার আউটপুট। এতে রয়েছে ১০,০০০ মিলিএম্পিয়ার লিথিয়াম ব্যাটারি, যা ৫০ শতাংশ ভলিউমে ৩০-৩১ ঘণ্টা পর্যন্ত মিউজিক সাপোর্ট দেবে। আর পিএস৩৫ মডেলে ব্যবহৃত হয়েছে ১৫ ওয়াট করে মোট ৩০ ওয়াটের স্পিকার এবং ৫ ওয়াটের টুইটার আউটপুট। এতে রয়েছে ১০,০০০ মিলিএম্পিয়ার লিথিয়াম ব্যাটারি। নতুন আসা ব্লুটুথ স্পিকারগুলো পাওয়া যাচ্ছে ছয় মাসের ওয়ারেন্টি।সাতদিনের সেরা