ভুয়া ক্রিপ্টোকারেন্সি নিয়ে প্রচারণা চালাতে যুক্তরাজ্যের সেনাবাহিনীর অফিশিয়াল টুইটার ও ইউটিউব হ্যাক করেছে সাইবার অপরাধীরা। হ্যাকাররা ইউটিউব চ্যানেলে ক্রিপ্টোকারেন্সিসংক্রান্ত ভিডিও পোস্ট করেছে। চ্যানেলটির নাম বদলে রাখা হয় ‘আর্ক ইনভেস্ট’। যুক্তরাষ্ট্রে এই নামে অ্যাসেট ম্যানেজমেন্ট কম্পানি রয়েছে।
বিজ্ঞাপন
হ্যাকারদের পোস্ট করা এক ভিডিওতে ইলন মাস্ক, জ্যাক ডরসি ও আর্ক ইনভেস্টের প্রধান নির্বাহী ক্রিপ্টোকারেন্সি নিয়ে আলোচনা করতে দেখা যায়। বিটকয়েন ও ইথেরিয়ামে বিনিয়োগ করে দ্বিগুণ আয়ের পথ বাতলে দিচ্ছেন তাঁরা। ভুয়া সেসব ভিডিওতে জুড়ে দেওয়া হয় টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্কের ছবি। টুইটার পেজটির দখল নিয়ে একে সাজানো হয় ‘দ্য পোসেস্ট’ ওয়েবসাইটের আদলে। এই ওয়েবসাইটে ১০ হাজার অ্যানিমেটেড এনএফটি (মৌলিক ও স্থানান্তর যোগ্য নয়—এমন ডিজিটাল সম্পদ) আর্টওয়ার্ক আছে।
গত রবিবার টুইটার অ্যাকাউন্ট ও ইউটিউব চ্যানেলের দখল ফিরে পেয়েছে যুক্তরাজ্যের সেনাবাহিনী। তাদের এক মুখপাত্র জানিয়েছেন, এ বিষয়ে এখনো তদন্ত চলছে তাই আর কোনো মন্তব্য করা ঠিক হবে না।
উল্লেখ্য, হ্যাকিংয়ের পেছনে কে বা কারা জড়িত ছিল তা এখনো জানা যায়নি। সূত্র : বিবিসি