১৮ বছর বয়সে নিজের সিভি লিখেছিলেন বিল গেটস। ৪৮ বছরের পুরনো সেই সিভি সম্প্রতি তিনি লিঙ্কডইনে শেয়ার করেছেন। এক পৃষ্ঠার সেই সিভির ছবি দিয়ে ক্যাপশনে লেখেন, ‘স্নাতক পাস হন আর ঝরে যাওয়া শিক্ষার্থী হন, আমার চেয়ে আপনাদেরটা দেখতে অনেক বেশি ভালো। ’ সিভিতে নিজের উচ্চতার পাশাপাশি দক্ষতার জায়গাগুলোও তুলে ধরেছিলেন তিনি।
বিজ্ঞাপন