kalerkantho

শুক্রবার । ১২ আগস্ট ২০২২ । ২৮ শ্রাবণ ১৪২৯ । ১৩ মহররম ১৪৪৪

ফটো ফিচার

৪ জুলাই, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেফটো ফিচার

১৮ বছর বয়সে নিজের সিভি লিখেছিলেন বিল গেটস। ৪৮ বছরের পুরনো সেই সিভি সম্প্রতি তিনি লিঙ্কডইনে শেয়ার করেছেন। এক পৃষ্ঠার সেই সিভির ছবি দিয়ে ক্যাপশনে লেখেন, ‘স্নাতক পাস হন আর ঝরে যাওয়া শিক্ষার্থী হন, আমার চেয়ে আপনাদেরটা দেখতে অনেক বেশি ভালো। ’ সিভিতে নিজের উচ্চতার পাশাপাশি দক্ষতার জায়গাগুলোও তুলে ধরেছিলেন তিনি।

বিজ্ঞাপন

অপারেটিং সিস্টেম স্ট্রাকচার, ডেটাবেজ ম্যানেজমেন্ট, কম্পিউটার গ্রাফিকসের কোর্স করেছেন বলে সেখানে উল্লেখ ছিল। কী কী প্রগ্রামিং ভাষা জানতেন জানিয়েছিলেন সেটাও।    সূত্র : ইন্ডিয়া টুডেসাতদিনের সেরা