আপনার পোষা বিড়াল বা কুকুর বাইরে থেকে কোনো সঙ্গী-সাথি ধরে আনলেও বাসায় ঢোকাতে পারবে না। এআই প্রযুক্তি সংবলিত স্মার্ট পেট ডোর অন্য কোনো প্রাণী শনাক্ত করলেই সতর্কবার্তা পাঠাবে মালিকের স্মার্টফোনে। এআই প্রযুক্তি সংবলিত স্মার্ট পেট ডোর একসঙ্গে কয়েকটি বিড়াল বা কুকুরের চেহারা শনাক্ত করতে পারে। চেহারা শনাক্ত করার জন্য দরজায় লাগানো আছে এআই ক্যামেরা ও স্মার্ট সেন্সর।
বিজ্ঞাপন