মার্কিন ক্রিপ্টো কম্পানি হারমনি থেকে ১০ কোটি ডলার হাতিয়ে নিয়েছে হ্যাকাররা। চুরি হওয়া ক্রিপ্টোকারেন্সির মধ্যে আছে ইথেরিয়াম, ইউএসডি কয়েন, টেথার, বাইন্যান্স কয়েন ও স্টেবল কয়েন ডিএআই। হারমনির বিটকয়েন ব্রিজ অক্ষত আছে বলে জানা গেছে।
হারমনি কম্পানির হরাইজন ইথেরিয়াম ব্রিজে হামলা চালানো হয়।
বিজ্ঞাপন
চুরির ঘটনাটি প্রথম জানা যায় বৃহস্পতিবার। চুরি যাওয়া ডিজিটাল মুদ্রা উদ্ধারে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী ও ফরেনসিক টিমের সঙ্গে কাজ করছে হারমনি।
কম্পানিটি ডিসেন্ট্রালাইজড ফিন্যান্স পিয়ার-টু-পিয়ার সাইটের জন্য ব্লকচেইন তৈরি করে। ব্যাংক বা নন-ফানজিবল টোকেনের (এনএফটি) বাধা ছাড়াই এসব সাইট থেকে ঋণ পাওয়া যায়। সূত্র : রয়টার্স