মেমোরি কার্ড তৈরির মার্কিন কম্পানি মাইক্রোন এনেছে দেড় টেরাবাইটের মাইক্রোসএসডি কার্ড। জার্মানির ন্যুরেমবার্গে অনুষ্ঠিত এমবেডেড ওয়ার্ল্ড ২০২২ সম্মেলনে এই চিপ উন্মোচনের ঘোষণা দেওয়া হয়। মাইক্রোন জানিয়েছে, আই৪০০ মডেলের কার্ডটি ১৭৬-লেয়ার থ্রি ডি এনএএনডি প্রোসেসে তৈরি। তবে এখনই এটি ফোনে ব্যবহার করা যাবে না।
বিজ্ঞাপন
কার্ডটিতে পাঁচ বছর ধরে প্রতিদিনের ভিডিও সংরক্ষণ করা যাবে। তবে এতে এসডি এক্সপ্রেস প্রযুক্তি থাকবে না। এসডি এক্সপ্রেস প্রযুক্তি প্রতি সেকেন্ডে ৪ গিগাবাইট ডেটা ট্রান্সফার করতে পারে। মাইক্রোসএসডি কার্ড কবে নাগাদ বাজারে আসবে বা দাম কত হবে তা জানা যায়নি। সূত্র : গিজমোদো