এই রোবটের কোনো মোটর বা ব্যাটারি নেই। চলে না কম্পিউটারের নির্দেশেও। দেখতে পাস্তার মতো রোবটটি পাথুরে, বালুকাময় ও সমতল পৃষ্ঠের ওপর গড়িয়ে যেতে পারে। পৃষ্ঠ যত উত্তপ্ত হবে, তত দ্রুত গড়াতে পারবে রোবটটি।
বিজ্ঞাপন
এটি লিকুইড ক্রিস্টাল ও রাবারের মতো একটি উপাদান ইলাস্টোমারস দিয়ে তৈরি। রোবটটি তৈরি করেছেন নর্থ ক্যারোলাইনার একদল গবেষক। রিবেশ সংক্রান্ত তথ্য সংগ্রহে কম দামি রোবট তৈরির ক্ষেত্রে কাজে লাগতে পারে এই ‘টুইস্টেড লিকুইড ক্রিস্টাল ইলাস্টোমারস রিবন’ নামের সফট রোবটটি।
সূত্র : নিউ সায়েন্টিস্ট ডটকম