জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফরম নেটফ্লিক্স নতুন চারটি মোবাইল গেম আনার ঘোষণা দিয়েছে। তিনটি গেম এরই মধ্যে উন্মুক্ত করা হয়েছে ডাউনলোডের জন্য। চতুর্থ গেম এক্সপ্লোডিং কিটেনস এই তালিকায় যুক্ত হতে যাচ্ছে ৩১ মে। নতুন তিনটি গেম হলো—ড্রাগন আপ, মুনলাইটার এবং টাউনসমেন-এ কিংডম রিবিল্ট।
বিজ্ঞাপন
নেটফ্লিক্সের সাবস্ক্রাইবাররা বিনা মূল্যেই গেমগুলো খেলতে পারবেন। কোনো বিজ্ঞাপন দেখার ঝামেলাও পোহাতে হবে না। নেটফ্লিক্সের মোবাইল অ্যাপে ডাউনলোডের লিংক যুক্ত থাকবে। তবে ডাউনলোড করলে তা নেটফ্লিক্সের মোবাইল অ্যাপ নয়, আলাদাভাবে অ্যাপ হিসেবে ইনস্টল হবে। সব মিলিয়ে নেটফ্লিক্স এখন ২২টি গেমের মালিক।
২০২১ সালের নভেম্বরেই গেম আনার ঘোষণা দিয়েছিল নেটফ্লিক্স। গেম তৈরির উদ্দেশ্যে ফিনল্যান্ডের নেক্সট গেমস, টেক্সাসভিত্তিক বস ফাইট এন্টারটেইনমেন্ট এবং নাইট স্কুল গেমিং স্টুডিও অধিগ্রহণ করে তারা।
সূত্র : দ্য ভার্জ