সামাজিক বৈষম্য মেটানোর দায়ভার নিয়ে হ্যাকিং চালাচ্ছে হ্যাকারদল ‘গুডউইল র্যানসমওয়্যার’। তথ্য হাতিয়ে নিয়ে তাদের হ্যাকিংয়ের শিকার কম্পানিগুলোকে দান-খয়রাত করতে বলা হয়। গত মার্চে গুডউইল র্যানসমওয়্যার শনাক্ত করে ভারতের বেঙ্গালুরুভিত্তিক ডিজিটাল ঝুঁকি পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান ক্লাউডডেস্ক। তারা সতর্ক করে জানিয়েছে, হ্যাকার গ্রুপটির আক্রমণে স্থায়ী বা সাময়িকভাবে কম্পানির বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্যের দখল নেওয়া হয়।
বিজ্ঞাপন
এই তিন কাজ সম্পন্ন করলে ফেসবুক বা ইনস্টাগ্রামে একটি পোস্ট লিখতে হয়। সব ধাপ শেষ করলেই মেলে হ্যাকারদের কাছ থেকে মুক্তি। সূত্র : গ্যাজেট ৩৬০