আধুনিক যুগে যুদ্ধের ময়দানের বাইরেও যুদ্ধ চলে, এর নাম সাইবার যুদ্ধ। ইউক্রেন যুদ্ধের প্রতিশোধ হিসেবে পশ্চিমা বিশ্বের হ্যাকাররা বিভিন্ন রুশ কম্পানিতে সাইবার হামলা চালাচ্ছে। এখন পর্যন্ত রাশিয়ার দ্বিতীয় বৃহৎ ব্যাংক, ই-কমার্স সাইট, ফুড ডেলিভারি কম্পানি, এভিয়েশন কম্পানি, সরকারি বিভিন্ন সংস্থা ও অনলাইনে অর্থ লেনদেনের সেবা প্রদানকারী প্রতিষ্ঠানে সাইবার হামলা চালানো হয়েছে। শুক্রবার রাশিয়ান সিকিউরিটি কাউন্সিলের বৈঠকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, গুরুত্বপূর্ণ স্থাপনায় পশ্চিমাদের সাইবার হামলা চালানোর হার আগের তুলনায় অনেক বেড়েছে।
বিজ্ঞাপন