kalerkantho

মঙ্গলবার । ২৮ জুন ২০২২ । ১৪ আষাঢ় ১৪২৯ । ২৭ জিলকদ ১৪৪৩

চীনের বাইরে উৎপাদন কার্যক্রম সরিয়ে নিতে চায় অ্যাপল

টেক প্রতিদিন ডেস্ক   

২৩ মে, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেপণ্য উৎপাদনের জন্য চীনের ওপর নির্ভরশীলতা কমাতে যাচ্ছে টেক জায়ান্ট অ্যাপল। চুক্তিভিত্তিক উৎপাদনকারীদের অ্যাপল জানিয়েছে, পণ্যের উৎপাদন তারা চীনের বাইরে সরিয়ে নিতে চায়। চীনের বিকল্প হিসেবে উৎপাদনকাজ পরিচালনা করবে ভারত ও ভিয়েতনামে অবস্থিত কয়েকটি কম্পানি। সম্প্রতি চীনে কভিড রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় লকডাউন দেওয়া হয়।

বিজ্ঞাপন

তাদের ‘জিরো কভিড’ নীতির আওতায় উৎপাদনের গতি কমে যায়। ফলে সময়মতো পণ্যের সরবরাহ না আসায় জটিলতায় পড়ে অ্যাপল। বর্তমানে আইফোন, আইপ্যাড ও ম্যাকবুক ল্যাপটপের ৯০ শতাংশই উৎপাদিত হয় চীনে।

অন্যদিকে বিশাল জনসংখ্যা এবং উৎপাদন খরচ কম হওয়ার কারণেই চীনের বিকল্প হয়ে উঠছে ভারত। গত বছর মোট আইফোনের ৩.১ শতাংশ উৎপাদিত হয় ভারতে। চলতি বছর এই হার বেড়ে দাঁড়াবে ৬ থেকে ৭ শতাংশে।

এরই মধ্যে তাইওয়ানভিত্তিক কম্পানি ফক্সকন ও উইস্ট্রোন করপোরেশন ভারতে আইফোন সংযোজনের কারখানা স্থাপন করেছে।

অন্যদিকে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ভিয়েতনামও হয়ে উঠেছে পণ্য উৎপাদনের স্বর্গরাজ্য। অ্যাপলের প্রতিদ্বন্দ্বী কম্পানি স্যামসাংয়ের বেশির ভাগ পণ্যও সেখানেই উৎপাদিত হয়। স্যামসাংও চীনে পণ্য উৎপাদনের হার কমিয়ে দিয়েছে।        সূত্র : গ্যাজেটস নাউসাতদিনের সেরা