‘ওয়ালটন ল্যাপটপ অনলাইন ডিসকাউন্ট মেলা’র আওতায় ওয়ালটনের অনলাইন প্ল্যাটফরম ই-প্লাজা (https:// cutt.ly/uHonLfB) থেকে ল্যাপটপ, কম্পিউটার এবং কম্পিউটার অ্যাকসেসরিজ কিনলেই মিলছে ১৫ শতাংশ মূল্যছাড়। এই অফার চলবে ৩১ জুলাই পর্যন্ত। ওয়ালটন কম্পিউটার ও আইটি অ্যাকসেসরিজের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা তৌহিদুর রহমান রাদ জানান, অনলাইন ডিসকাউন্ট মেলার আওতায় ই-প্লাজা থেকে ওয়ালটনের যেকোনো কম্পিউটার পণ্য ক্রয়ে এই মূল্যছাড় দেওয়া হচ্ছে। তবে পণ্য ক্রয়ে গ্রাহকদের অনলাইন পেমেন্ট গেটওয়ে (ডেবিট/ক্রেডিট কার্ড, মোবাইল ব্যাংকিং) ব্যবহার করতে হবে এবং নিতে হবে হোম ডেলিভারি।
বিজ্ঞাপন