kalerkantho

বৃহস্পতিবার । ৩০ জুন ২০২২ । ১৬ আষাঢ় ১৪২৯ । ২৯ জিলকদ ১৪৪৩

টুইটারের দাম কমাতে পারেন ইলন মাস্ক

টেক প্রতিদিন ডেস্ক   

১৮ মে, ২০২২ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেটুইটারের দর-কষাকষি যেন শেষই হচ্ছে না। সামাজিক যোগাযোগ মাধ্যমটির দাম আরো কমানোর ইঙ্গিত দিয়েছেন ইলন মাস্ক। নিজেই জানিয়েছেন, টুইটারের দাম কমানোর বিষয়টি প্রশ্নাতীত নয়।

টুইটারের প্রকৃত মূল্য কত হওয়া উচিত তা নিয়ে বেশ দ্বিধায় আছেন তিনি।

বিজ্ঞাপন

এরই প্রভাব পড়েছে শেয়ারবাজারে। শেষ পর্যন্ত মাস্ক টুইটার না-ও কিনতে পারেন—এমন আশঙ্কায় সোমবার টুইটারের শেয়ারের দাম ৮.২ শতাংশ    কমে গেছে।

মিয়ামি টেক কনফারেন্সে ভিডিও কনফারেন্সে যোগ দিয়েছিলেন ইলন মাস্ক। সেখানেই জানান, মোট টুইটার অ্যাকাউন্টের অন্তত ২০ শতাংশই ভুয়া। ভুয়া অ্যাকাউন্টের হার ৯০ শতাংশও হতে পারে। আসলে টুইটারে স্প্যাম অ্যাকাউন্টের সংখ্যা কত তা কখনোই জানা সম্ভব না।

এর আগে টুইটার দাবি করেছিল, বছরের প্রথম তিন মাসে টুইটারে ভুয়া অ্যাকাউন্টের হার ছিল ৫ শতাংশ। এর পরপরই মাস্ক জানান, টুইটার কেনার সিদ্ধান্ত সাময়িকভাবে স্থগিত করেছেন। টুইটারে ভুয়া অ্যাকাউন্ট ও স্প্যামের সংখ্যা কত সে বিষয়ে বিস্তারিত তথ্য জানতে চান তিনি। গত ২৫ এপ্রিল চার হাজার ৪০০ কোটি ডলারে টুইটার কিনে নেওয়ার ঘোষণা দেন তিনি। টুইটার কেনার পুরো প্রক্রিয়া শেষ হতে আরো দুই থেকে তিন মাস বাকি।     

সূত্র : এনডিটিভিসাতদিনের সেরা