kalerkantho

বৃহস্পতিবার । ৩০ জুন ২০২২ । ১৬ আষাঢ় ১৪২৯ । ২৯ জিলকদ ১৪৪৩

ফ্ল্যাগশিপ চিপসেট আনছে কোয়ালকম

টেক প্রতিদিন ডেস্ক   

১৮ মে, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেফ্ল্যাগশিপ চিপসেট আনছে কোয়ালকম

নতুন প্রজন্মের স্ন্যাপড্রাগন চিপসেট আনতে যাচ্ছে কোয়ালকম। আগামী শুক্রবারই আসতে পারে স্ন্যাপড্রাগন ৮ জেন ১ প্লাসের ঘোষণা। চীনের সামাজিক যোগাযোগ মাধ্যম উইবোতে টিজার প্রকাশ করে এই তথ্য জানিয়েছে কোয়ালকম।

মাত্র ছয় মাস আগেই স্ন্যাপড্রাগন ৮ জেন ১ চিপসেট বাজারে আনে তারা।

বিজ্ঞাপন

চিপটি উৎপাদনের ভার ছিল স্যামসাংয়ের ওপর। নতুন চিপটি স্যামসাংয়ের বদলে তৈরি করছে তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যান্যুফ্যাকচারিং কম্পানি বা টিএসএমসি। স্ন্যাপড্রাগন ৮ জেন ১ প্লাস ফোনের পারফরম্যান্স বৃদ্ধি করার পাশাপাশি ফোনও ঠাণ্ডা রাখবে। নতুন চিপটি দেখা যাবে লেনোভো, মটরোলা, ওয়ানপ্লাস ও শাওমির ফ্ল্যাগশিপ ফোনে। স্যামসাংয়ের ফোল্ডেবল ফোনেও এই চিপের দেখা মিলতে পারে। মিডরেঞ্জ ফাইভজি ফোনে দেখা মিলতে পারে স্ন্যাপড্রাগন ৭ জেন ১ মডেলের। এর ফলে প্রথমবারের মতো ৭০০ সিরিজের নামও পরিবর্তন হতে পারে। তবে ২০ মে স্ন্যাপড্রাগন ৭ জেন ১ মডেলের ঘোষণা আসবে কি না তা এখনো জানা যায়নি।   

 সূত্র : অ্যানড্রয়েড সেন্ট্রালসাতদিনের সেরা