রুশ সাইবার হামলা ঠেকাতে সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের নিয়ে একটি দল তৈরি করেছে ন্যাটো। তাদের এই সাইবার শাখার নাম ন্যাটো সিসিডিসিওডি।
চলতি সপ্তাহে ৩০ ন্যাটো সদস্যের এই দল সাইবারযুদ্ধের কলাকৌশল অনুশীলন করবে। প্রস্তুতিমূলক সাইবারযুদ্ধের নাম দেওয়া হয়েছে ‘লকড শিল্ডস’।
বিজ্ঞাপন
সাইবার বিশেষজ্ঞদের আশঙ্কা, ইউক্রেন ইস্যুকে ঘিরে সামরিক ও বেসামরিক আইটি সিস্টেমে প্রতিশোধমূলক হামলা চালাতে পারে রাশিয়ান হ্যাকাররা। ন্যাটোর সদস্যভুক্ত দেশগুলোর সাইবার বিশেষজ্ঞরা তাই সিস্টেমের ত্রুটি খুঁজে সেগুলো সমাধানের চেষ্টা করবেন।
প্রতিবছরই প্রস্তুতিমূলক সাইবারযুদ্ধ লকড শিল্ডসের আয়োজন করা হয়। তবে এবার রুশ হ্যাকারদের তরফ থেকে হামলার আশঙ্কা বেড়ে যাওয়ায় বিশাল পরিসরে অনুশীলন চলবে।
সূত্র : গিজমোদো