kalerkantho

বৃহস্পতিবার ।  ১৯ মে ২০২২ । ৫ জ্যৈষ্ঠ ১৪২৯ । ১৭ শাওয়াল ১৪৪৩  

প্রেস রিলিজ

তিন ব্যক্তিকে সম্মানিত করল অপো

প্রযুক্তির মাধ্যমে মানবসেবা

২৮ জানুয়ারি, ২০২২ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেপ্রযুক্তির মাধ্যমে মানুষের সেবা করা—এমন ধারণা সামনে নিয়ে এগিয়ে যাচ্ছে অপো। ‘টেকনোলজি ফর ম্যানকাইন্ড’ প্রতিপাদ্য নিয়ে চালু হওয়া ‘স্টোরিজ অব হিরোইক পিপল’ অপোর তেমনি একটি উদ্যোগ। আর এই উদ্যোগের সফল সমাপ্তি ঘটে যখন অপো বাস্তবের নায়কদের সঙ্গে হাতে হাত রেখে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করে। এরই অংশ হিসেবে গত বুধবার অপো বাংলাদেশের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে তিনজনের হাতে চেক হস্তান্তর করে।

বিজ্ঞাপন

এর মাধ্যমে অপোর স্টোরিজ অব হিরোইক পিপল ক্যাম্পেইনের ইতি টানা হলো। এ সময় অপো বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর ড্যামন ইয়াং, হেড অব ব্র্যান্ড লিউ ফেং, ব্যুরো বাংলাদেশের প্রগাম কো-অর্ডিনেটর মোখলেসুর রহমান ও সিনিয়র ম্যানেজার (অপারেশনস) নোশন তারাননুম উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে পুরস্কৃত হওয়া তিনজন হলেন দুলাল, রবীন্দ্রনাথ বিশ্বাস ও সাজেদুল ইসলাম। ‘ইন্সপায়ারিং অ্যাহেড’ প্রতিপাদ্য সামনে রেখে গত ১২ ডিসেম্বর এই ক্যাম্পেইন চালু করে অপো। ক্যাম্পেইনের মাধ্যমে ধাপে ধাপে এই তিনজনকে বাছাই করা হয়। রেনো ৬ দিয়ে ছবি তোলার এই ক্যাম্পেইন চলে ১৮ ডিসেম্বর পর্যন্ত। অপো জানায়, হাজার হাজার গল্পের মধ্য থেকে বাছাই করা এই তিনজনের গল্প ভার্চুয়াল অনলাইন আর্ট কালেকশন অপো গ্যালারিতে সংরক্ষণ করা হবে।সাতদিনের সেরা