মেটার সদর দপ্তর প্রাঙ্গণ
ফেসবুকের মূল কম্পানি মেটা জানিয়েছে, কৃত্রিম বুদ্ধিমত্তার সুপারকম্পিউটারগুলোর মধ্যে দ্রুততমটি তৈরি করেছে তারা। সোশ্যাল মিডিয়া জায়ান্ট আশা করছে, মেটাভার্স তৈরির মূল ভিত্তিটি তৈরি করতে সাহায্য করবে এই কম্পিউটার। কম্পিউটারটি তৈরির পুরো কাজ শেষ হবে এ বছরের মাঝামাঝি।
সুপারকম্পিউটারটি অত্যন্ত শক্তিশালী ও দ্রুততম গতির।
বিজ্ঞাপন
মেটা বলেছে, কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কাজ করা তাদের গবেষকদের ‘নতুন এবং আরো ভালো’ কৃত্রিম বুদ্ধিমত্তা মডেল তৈরি করতে এটি সহায়তা করবে। এটি ‘ট্রিলিয়ন’সংখ্যক উদাহরণ থেকে শিখতে পারার পাশাপাশি কয়েক শ ভিন্ন ভাষায় টেক্সট ফাইল, ছবি ও ভিডিও একসঙ্গে বিশ্লেষণ করতে পারবে। সূত্র : এপি