ফিটনেস ডিভাইস তো সাধারণত হাতেই পরে থাকে মানুষ। তবে যুক্তরাষ্ট্রের নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের প্রকৌশলীরা তৈরি করেছেন এমনই এক ফিটনেস ডিভাইস, যা কি না মাস্কের সঙ্গেও পরা যাবে। নতুন এই স্মার্ট সেন্সর প্ল্যাটফর্মকে বলা হচ্ছে ‘মুখের জন্য ফিটবিট’ বা ‘ফেসবিট’। ‘এ৯৫’ বা সার্জিক্যাল ফেস মাস্কের সঙ্গে সংযুক্ত করে ব্যবহার করা যাবে হালকা ওজনের সেন্সরটি।
বিজ্ঞাপন
সূত্র : ম্যাশেবল