সপ্তাহান্তে জাপানে একটি শক্তিশালী ভূমিকম্পের পরে দক্ষিণ জাপানের ওইতায় অবস্থিত নিজেদের চিপ প্লান্টের কার্যক্রম স্থগিত করেছে তোশিবা করপোরেশন। এই কারখানায় সিস্টেম এলএসআই চিপ তৈরি করা হয়। তোশিবা ইলেকট্রনিক ডিভাইস অ্যান্ড স্টোরেজ করপোরেশনের একজন মুখপাত্র জানিয়েছেন, ‘উৎপাদিত চিপের মধ্যে ৬০ ভাগ বিক্রি করা হয় গাড়ি নির্মাতা এবং শিল্প-কারখানায় ব্যবহৃত যন্ত্রপাতি প্রস্তুতকারকদের কাছে। ’
ভূমিকম্পে ওই কারখানায় বেশ কিছু সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়েছে।
বিজ্ঞাপন