কনটেন্ট প্রযোজনা থেকে সরে এলো ইউটিউব। সম্প্রতি টুইট করে এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন ইউটিউবের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা রবার্ট কিনসল। কিনসলের টুইটার বিবৃতি বলছে, দ্রুত বিস্তারের সঙ্গে সঙ্গে নতুন নতুন সুযোগ তৈরি হয় এবং এখন আমাদের বিনিয়োগগুলো ‘ক্রিয়েটর শর্টস ফান্ড’, ‘ব্ল্যাক ভয়েসেস ফান্ড’-এর মতো অন্যান্য উদ্যোগে আরো বেশিসংখ্যক নির্মাতার ওপর আরো বড় প্রভাব ফেলতে পারবে। প্রযোজনার মাঠে ইউটিউবের উপস্থিতি ছয় বছরের হলেও এর মধ্যে উল্লেখযোগ্য তেমন কোনো অনুষ্ঠান তৈরি করতে পারেনি প্ল্যাটফর্মটি।
বিজ্ঞাপন