আজ থেকে যুক্তরাষ্ট্রের বড় বিমানবন্দরগুলোর কাছে ফাইভজি পরিষেবা চালু হওয়ার কথা। আর এ বিষয়ে ‘তাৎক্ষণিক পদক্ষেপ’ নেওয়ার জন্য বাইডেন প্রশাসনকে অনুরোধ করেছেন দেশটির বৃহত্তম এয়ারলাইনসের নির্বাহীরা। তাঁরা সতর্ক করে বলেছেন, এতে ‘মারাত্মক পরিবহন ও অর্থনৈতিক ক্ষতি’র মুখে পড়তে পারে যুক্তরাষ্ট্র।
১০টি এয়ারলাইনসের প্রতিনিধিরা এরই মধ্যে যৌথভাবে একটি চিঠিও পাঠিয়েছেন বাইডেন প্রশাসনের কাছে।
বিজ্ঞাপন
এভিয়েশনের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা উদ্বেগ্ন প্রকাশ করে বলেছেন, সি-ব্যান্ড স্পেকট্রাম ফাইভজি ওয়্যারলেস সিগন্যালগুলো রাডারসহ বিমানের সংবেদনশীল ইলেকট্রনিক যন্ত্রাংশে হস্তক্ষেপ করতে পারে। এতে বিমানের যাত্রীবাহী ও মালবাহী কার্যক্রম ব্যাপকভাবে ব্যবহত হবে।
উল্লেখ্য এর আগে যুক্তরাষ্ট্রের বৃহৎ দুটি মোবাইল সেবাদানকারী প্রতিষ্ঠান এটিঅ্যান্ডটি ও ভেরিজন এ মাসের প্রথম দিকেই ফাইভজি পরিষেবা চালু করার পরিকল্পনা করেছিল। পরে অবশ্য সরকারের অনুরোধে সেটি পিছিয়ে দিয়ে ১৯ জানুয়ারি ঠিক করা হয়। সূত্র : সিএনএন