kalerkantho

বৃহস্পতিবার । ১৩ মাঘ ১৪২৮। ২৭ জানুয়ারি ২০২২। ২৩ জমাদিউস সানি ১৪৪৩

আইফোন-১৩ উৎপাদন ২০% কমানো হলো

টেক প্রতিদিন ডেস্ক   

৯ ডিসেম্বর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেআইফোন-১৩ উৎপাদন ২০% কমানো হলো

নতুন আইফোন-১৩ সিরিজের স্মার্টফোনের চাহিদা কমে যাওয়ায় সেপ্টেম্বর-অক্টোবর মাসে উৎপাদন ২০ শতাংশ কমানো হয়েছে। আইফোন ১৩ সিরিজের যে উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল, গত দুই মাসে সেই উৎপাদন অপেক্ষা ২০ শতাংশ কম পণ্য উৎপাদন করেছে অ্যাপল। বড়দিন উৎসবে স্মার্টফোন কেনার হিড়িক পড়ে। কিন্তু এবার তেমন কোনো আশা দেখছে না তারা।

বিজ্ঞাপন

একই সঙ্গে বিশ্বজুড়ে চলমান চিপসংকটে উৎপাদন বাড়ানো থেকে সরে এসেছে মার্কিন এই প্রযুক্তি জায়ান্ট।

বুধবার প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, অনেকেই অভিযোগ করেছে, আইফোন-১৩ সিরিজ তাদের প্রত্যাশা পূরণ করতে পারেনি। টেক বিশেষজ্ঞরা বলছেন, করোনাকালে বিশ্বব্যাপী চিপ সেটের ঘাটতি এবং সাপ্লাই চেইনের ঘাটতি এর অন্যতম কারণ। অ্যাপলের প্রধান টিম কুক গত অক্টোবরে এক সাক্ষাৎকারে জানিয়েছেন, বিগত তিন মাসের তুলনায় আগামী তিন মাস উৎপাদনে একটা বৃহত্তর চ্যালেঞ্জের মুখে পড়তে হবে। এর প্রধান কারণ হিসেবে তিনি বিশ্বব্যাপী চিপ সেটের ঘাটতিকে দায়ী করেন। ব্লুমবার্গ এক রিপোর্টে উল্লেখ করেছে, আইফোন-১৩ লাইন আপের জন্য তার যন্ত্রাংশ সরবরাহকারীদের চাহিদা আগের চেয়ে অনেক কমে গেছে। সূত্র : নিক্কি।সাতদিনের সেরা