ফ্রান্সের প্যারিস শহরে হাজির হয়েছেন নতুন এক পিত্জা প্রস্তুতকারক; যদিও তিনি কোনো রক্তমাংসের পাচক নন। গ্রাহকদের কাছ থেকে পিত্জার অর্ডার নেওয়া থেকে শুরু করে পিত্জা তৈরি করে বাক্সে ভরা পর্যন্ত পুরো প্রক্রিয়াটি একাই করেন এই রোবট পাচক। এটি তৈরি করতে সময় লেগেছে আট বছর। এই রোবট ঘণ্টায় ৮০টি পিত্জা বানাতে পারে। সূত্র: ম্যাশেবল
বিজ্ঞাপন