kalerkantho

বুধবার । ২৩ অগ্রহায়ণ ১৪২৮। ৮ ডিসেম্বর ২০২১। ৩ জমাদিউল আউয়াল ১৪৪৩

অ্যাপ স্টোর থেকে ফেসবুক ইনস্টাগ্রাম সরানোর হুমকি

টেক প্রতিদিন ডেস্ক   

২৮ অক্টোবর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটে২০১৯ সালে মধপ্রাচ্য নিয়ে একটি পোস্টের জন্য অ্যাপ স্টোর থেকে ফেসবুক এবং ইনস্টাগ্রাম সরিয়ে দেওয়ার হুমকি দিয়েছিল অ্যাপল। ফেসবুক প্রকাশ্যে এই বিষয়টি অস্বীকার করে ঘোষণা দেওয়ার পর নিজেদের সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছিল অ্যাপল। সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে ফেসবুকের সাবেক কর্মচারী এবং তথ্য ফাঁসকারী ফ্রান্সেস হাউগেন নথি সরবরাহ করার পর সেই বিষয়টি আবার আলোচনায় উঠে এসেছে। এর আগে ওয়াল স্ট্রিট জার্নাল এবং বিবিসিও এই বিষয়ে রিপোর্ট করেছিল। ফেসবুক অবশ্য সে সময় স্বীকার করেছিল মধ্যপ্রাচ্যে বিদেশি কর্মীদের শোষণমূলক পরিস্থিতিতে ইনস্টাগ্রাম ব্যবহারের বিষয় আগে থেকেই জানত। এই বিষয়টি সমাধান করতে তারা বিভিন্ন কার্যকরী পদক্ষেপও নিয়েছে।   সূত্র : ইন্ডিয়া টুডেসাতদিনের সেরা