kalerkantho

বুধবার । ১৬ অগ্রহায়ণ ১৪২৮। ১ ডিসেম্বর ২০২১। ২৫ রবিউস সানি ১৪৪৩

বিড়ালের মতো রোবট

২৭ অক্টোবর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেবিড়ালের মতো রোবট

জাপানি কোনো রেস্তোরাঁয় বসে খাবারের অর্ডার করেছেন। হঠাৎ দেখলেন সেই খাবার নিয়ে হাজির হয়েছে এক বিড়াল। যে-সে কোনো বিড়াল নয় এটি, রেস্তোরাঁয় কাজ করা ওয়েটার সে। দেখতে বিড়ালের মতো রোবটটি চারজনের জন্য খাবার বহন করতে পারে। শুধু তা-ই নয়, খাওয়াদাওয়া শেষ হলে প্লেটগুলো সরিয়েও নিতে পারে। এখন সংখ্যায় কম থাকলেও শিগগিরই এ ধরনের দুই হাজার রোবট কাজ করবে জাপানি রেস্তোরাঁগুলোতে।    

সূত্র : বিবিসিসাতদিনের সেরা