kalerkantho

রবিবার । ২০ অগ্রহায়ণ ১৪২৮। ৫ ডিসেম্বর ২০২১। ২৯ রবিউস সানি ১৪৪৩

চালু হলো ফিনল্যাব বিডি

টেক প্রতিদিন ডেস্ক   

২৬ অক্টোবর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেচালু হলো ফিনল্যাব বিডি

বাংলাদেশের প্রবৃদ্ধি টেকসই করার মাধ্যমে নিম্ন ও মাঝারি আয়ের জনগোষ্ঠীকে সেবা দিতে এটুআই, ইউএনসিডিএফ ও এমএসসির উদ্যোগে উদ্বোধন করা হলো ফিন্যানশিয়াল ইনোভেশন ল্যাব বাংলাদেশ—ফিনল্যাব বিডি। গত রবিবার অনলাইনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যুক্ত হয়ে ল্যাবের উদ্বোধন ঘোষণা করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহেমদ পলক। অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আহমেদ জামাল, এটুআইয়ের পলিসি অ্যাডভাইজার আনীর চৌধুরী এবং বিশেষ অতিথি হিসেবে যুক্ত ছিলেন ইউএনসিডিএফের এশিয়া অঞ্চলের সমন্বয়কারী মারিয়া পারডোমো।

প্রধান অতিথির বক্তব্যে আইসিটি প্রতিমন্ত্রী বলেন, “বাংলাদেশের তরুণ, উদ্যোক্তা এবং স্টার্টআপগুলো বিভিন্ন সমস্যার সমাধান নিয়ে কাজ করছে এবং তার ফলে সমাজে ইতিবাচক পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে। এখন তাদের জন্য দরকার শুধু প্রয়োজনীয় দিকনির্দেশনা, অর্থায়ন ও পরামর্শ। এ ক্ষেত্রে আজকে উদ্বোধন হওয়া ফিনল্যাব বাংলাদেশ আর্থিক অন্তর্ভুক্তির লক্ষ্য বাস্তবায়নে প্রযুক্তি ও ডিজিটাল-ফাস্ট পদ্ধতিকে সহায়তা করবে। ফিনল্যাবকে সফল করার জন্য সবার মধ্যে সহযোগিতাপূর্ণ মনোভাব জরুরি। স্টার্টআপ, ইন্ডাস্ট্রির স্পেশালিস্ট, আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান, নিয়ন্ত্রক, বিনিয়োগকারী ও দাতাগোষ্ঠীগুলোকে একসঙ্গে কাজ করতে হবে।”সাতদিনের সেরা