kalerkantho

সোমবার । ১৪ অগ্রহায়ণ ১৪২৮। ২৯ নভেম্বর ২০২১। ২৩ রবিউস সানি ১৪৪৩

বন্ধ হচ্ছে না ব্রডব্যান্ড ইন্টারনেট

টেক প্রতিদিন ডেস্ক   

১৮ অক্টোবর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটে১৮ অক্টোবর থেকে বন্ধ করা হবে ব্রডব্যান্ড ইন্টারনেট—এমন একটি গুজব সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে। তবে এটিকে বিভ্রান্তিমূলক বলে জানিয়েছে ইন্টারনেট সেবাদাতাদের সংগঠন আইএসপিএবি। সংগঠনটির সভাপতি আমিনুল হাকিম স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ১৮ অক্টোবর থেকে আইএসপিএবির পক্ষ থেকে ইন্টারনেট সেবা বন্ধ হওয়ার ঘোষণা সংক্রান্ত একটি পোস্ট ব্যাপকভাবে প্রচারিত হচ্ছে, যা জনমনে বিভ্রান্তির উদ্রেক করেছে। আইএসপিএবির সাধারণ সম্পাদক ইমদাদুল হক বলেন, ‘২০২০ সালে ইন্টারনেট এবং ডিশ সংযোগ বন্ধ করার একটি কর্মসূচি দিয়েছিল আইএসপিএবি। কিন্তু পরে সেই কর্মসূচি প্রত্যাহার করা হয় এবং তা একদমই বাস্তবায়িত হয়নি। সেটিই এখন আবার নতুন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে।’ এসংক্রান্ত পোস্টে বিভ্রান্ত হওয়া এবং শেয়ার করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে সংগঠনটি।সাতদিনের সেরা