kalerkantho

মঙ্গলবার । ৩ কার্তিক ১৪২৮। ১৯ অক্টোবর ২০২১। ১১ রবিউল আউয়াল ১৪৪৩

চলে গেলেন কম্পিউটিং অগ্রদূত স্যার ক্লাইভ সিনক্লেয়ার

টেক প্রতিদিন ডেস্ক   

২০ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটে৮১ বছর বয়সে নিজের লন্ডনের বাড়িতে মারা গেছেন উদ্ভাবক স্যার ক্লাইভ সিনক্লেয়ার। তিনি হোম কম্পিউটারকে জনপ্রিয় করার পাশাপাশি পকেট ক্যালকুলেটরও আবিষ্কার করেছিলেন। তাঁর মেয়ে বেলিন্ডা সিনক্লেয়ার বলেন, ‘এক দশকেরও বেশি সময় ধরে ক্যান্সারে ভোগার পর বৃহস্পতিবার সকালে বাবা মারা যান।’

স্যার ক্লাইভের অন্যান্য উল্লেখযোগ্য আবিষ্কারের মধ্যে আছে ‘জেডএক্স’ সিরিজের কম্পিউটার এবং ‘সি৫’ বৈদ্যুতিক যান। সাশ্রয়ী মূল্যের জন্য ব্যক্তিগত কম্পিউটিং জনপ্রিয় করার ক্ষেত্রে বেশ গুরুত্বপূর্ণ অবদান রেখেছিল তাঁর জেডএক্স স্পেকট্রাম কম্পিউটার। সারা বিশ্বে এটি ব্যাপকভাবে বিক্রি হয়েছে।                                              সূত্র : বিবিসিসাতদিনের সেরা