kalerkantho

সোমবার । ৯ কার্তিক ১৪২৮। ২৫ অক্টোবর ২০২১। ১৭ রবিউল আউয়াল ১৪৪৩

স্মার্টফোন গিম্বল ওএম-৫

১৭ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেস্মার্টফোন গিম্বল ওএম-৫

সেলফি বা অন্য কারো ছবি তোলার সুবিধার্থে ডিজেআই নিয়ে এসেছে পরবর্তী প্রজন্মের স্মার্টফোন গিম্বল ওএম-৫। এটি আগের সংস্করণের চেয়ে ছোট হলেও দণ্ডের বাড়তি একটি অংশ রয়েছে, যা ইচ্ছামতো ঘোরানো যায়। ফলে ছবি হয় আরো নিঁখুত।

 সূত্র : জিএসএমএরিনাসাতদিনের সেরা