kalerkantho

মঙ্গলবার । ৬ আশ্বিন ১৪২৮। ২১ সেপ্টেম্বর ২০২১। ১৩ সফর ১৪৪৩

শক্তিশালী মোটরবাইকের ঝাঁকুনিতে ক্ষতি হতে পারে আইফোনের

টেক প্রতিদিন ডেস্ক   

১৫ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেআইফোন সঙ্গে নিয়ে শক্তিশালী মোটরবাইক চড়া থেকে সাবধানে থাকতে বলছে অ্যাপল। এসব মোটরবাইকের ঝাঁকুনি আইফোনের সিস্টেমের ক্ষতি করতে পারে। টেক জায়ান্ট অ্যাপল এক সতর্কবার্তায় জানিয়েছে, শক্তিশালী বাইকের সঙ্গে আইফোন সংযুক্ত করাটা ঠিক হবে না। কেননা এসব বাইকের ইঞ্জিনের কম্পন ফোনের অপটিক্যাল-ইমেজ স্টেবিলাইজেশন বা ক্লোজ-লুপ অটোফোকাস সিস্টেমগুলোর ক্ষতি করতে পারে। তবে খানিকটা ছাড় দেওয়া হয়েছে স্কুটার ও মোপেডের চালকদের। তারা যদি একান্তই নিজস্ব বাইকে আইফোন সংযুক্ত করতে চায় তাহলে কম্পন নিরোধক মাউন্ট ব্যবহার করতে বলা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কয়েকজন ব্যবহারকারী জানিয়েছে যে তাদের ফোন মোটরসাইকেলের সঙ্গে সংযুক্ত করে চালানোর পর বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এর পরই অ্যাপলের পক্ষ থেকে এই সতর্কবার্তা ঘোষণা করা হলো।   সূত্র : বিবিসিসাতদিনের সেরা