রিয়েলমি বৈশ্বিক বাজারে এনেছে তাদের জিটি সিরিজের দুটি স্মার্টফোন—রিয়েলমি জিটি মাস্টার এডিশন ও রিয়েলমি জিটি এক্সপ্লোরার মাস্টার এডিশন। ১২০ হার্টজ রিফ্রেশ রেট ফোন দুটি গত বুধবার একটি ভার্চুয়াল অনুষ্ঠানে বিশ্বব্যাপী উন্মোচন করা হয়। রিয়েলমির প্রথম ল্যাপটপ ‘রিয়েলমি বুক’ও উন্মোচন করা হয়। জিটি এক্সপ্লোরার মাস্টার এডিশনে রয়েছে ১২ জিবি পর্যন্ত র্যামের স্ন্যাপড্রাগন ৮৭০ প্রসেসর এবং জিটি মাস্টার এডিশনে রয়েছে ৮ জিবি পর্যন্ত র্যাম স্ন্যাপড্রাগন ৭৭৮জি ফাইভজি প্রসেসর।
বিজ্ঞাপন