এ সপ্তাহে দুটি ভাঁজ করা স্মার্টফোন এনেছে স্যামসাং। কিন্তু অনেকেই জানে না মটরোলা এর আগেই পুরো স্ক্রিনের ভাঁজ করা স্মার্টফোন এনেছে। ২০১৯ সালে আনা রেজর ফোনটিকে এবার অ্যানড্রয়েড-১১তে আপডেট দেওয়া হচ্ছে। রেজরের যাত্রা শুরু হয় অ্যানড্রয়েড ৯ পাইয়ে।
বিজ্ঞাপন