kalerkantho

সোমবার  । ১২ আশ্বিন ১৪২৮। ২৭ সেপ্টেম্বর ২০২১। ১৯ সফর ১৪৪৩

টিম কুকের পদ চেয়েছিলেন এলন মাস্ক?

টেক প্রতিদিন ডেস্ক   

২ আগস্ট, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেএখন অনেকগুলো প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করছেন এলন মাস্ক। এসব প্রতিষ্ঠানের মধ্যে হয়তো আজ অ্যাপলের নামও থাকত। পাঁচ বছর আগে তেমনই এক সম্ভাবনা দেখা দিয়েছিল। সে সময় এলন মাস্ককে ফোন করে নাকি টেসলা কিনে নেওয়ার প্রস্তাব দিয়েছিলেন অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুক। এলনও রাজি হয়েছিলেন, তবে সঙ্গে জুড়ে দিয়েছিলেন একটি শর্ত। সেটি হলো, তিনি অ্যাপলের প্রধান নির্বাহী হতে চান। খানিক সময় লেগেছিল টিম কুকের বুঝতে, এলন মাস্ক আসলে কী চাইছেন। পরে তিনি বুঝতে পেরেছিলেন, টিমের পদই আসলে চাইছেন এলন মাস্ক। বিষয়টি ধরতে পেরে ফোনের লাইন কেটে দেন টিম।

আগামীকাল প্রকাশিত হতে যাওয়া ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদক টিম হিগিন্সের নতুন বই, ‘পাওয়ার প্লে : টেসলা, এলন মাস্ক অ্যান্ড দ্য বেট অব দ্য সেঞ্চুরি’তে এমনটাই দাবি করা হয়েছে। তবে টিম কুক ও এলন মাস্ক কখনোই স্বীকার করেননি যে তাঁদের মধ্যে কোনো ধরনের কথা হয়েছে।  সূত্র : সিএনএন