kalerkantho

রবিবার । ৪ আশ্বিন ১৪২৮। ১৯ সেপ্টেম্বর ২০২১। ১১ সফর ১৪৪৩

প্রেস রিলিজ

একসঙ্গে কাজ করবে বাংলাদেশ হাই-টেক পার্ক ও সিটিও ফোরাম

১২ জুলাই, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেএকসঙ্গে কাজ করবে বাংলাদেশ হাই-টেক পার্ক ও সিটিও ফোরাম

শনিবার ‘হাই-টেক পার্ক টু মেক বাংলাদেশ আইটি হাব’ শীর্ষক অনলাইন সেমিনারের আয়োজন করে সিটিও ফোরাম বাংলাদেশ। ফোরামের সভাপতি তপন কান্তি সরকারের সভাপতিত্বে সেখানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য। প্রতিমন্ত্রী বলেন, ‘বিভাগীয় শহরে হাই-টেক পার্ক করার ফলে জনগণ এখন ঢাকামুখী না হয়ে নিজ নিজ বিভাগেই কর্মসংস্থান করতে পারছে, সেই সঙ্গে বিদেশি বিনিয়োগকারীরাও আকৃষ্ট হচ্ছেন।’

স্বাগত বক্তব্যে সভাপতি তপন কান্তি সরকার বলেন, ‘নিকট ভবিষ্যতে সিলিকন ভ্যালির মতো প্রথম সারির আইটি হাবগুলোর সঙ্গে যোগ দেবে বাংলাদেশ হাই-টেক পার্ক। সেই লক্ষ্যে দক্ষতা বৃদ্ধিসহ অন্যান্য ক্ষেত্রেও সিটিও ফোরাম বাংলাদেশ একসঙ্গে কাজ করবে।’ একই সঙ্গে তিনি সিটিও ফোরামের এ মাসে অনুষ্ঠেয় ইনোভেশন হ্যাকাথন সম্পর্কে সবাইকে অবহিত করেন। এই আয়োজনে পার্টনার হিসেবে থাকছে সরকারের এটুআই প্রকল্প ও হাই-টেক পার্ক।