kalerkantho

শুক্রবার । ১৫ শ্রাবণ ১৪২৮। ৩০ জুলাই ২০২১। ১৯ জিলহজ ১৪৪২

প্রেস রিলিজ

স্মার্টফোন ও ওয়্যারলেস ইয়ারফোনে অপোর মূল্যছাড়

২৩ জুন, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেস্মার্টফোন ও ওয়্যারলেস ইয়ারফোনে অপোর মূল্যছাড়

তরুণদের জন্য স্মার্টফোনে বর্ষাকালীন ছাড় নিয়ে এসেছে স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান অপো। একটি স্মার্টফোন ও ওয়্যারলেস ইয়ারফোনে দামে ছাড় দিচ্ছে অপো বাংলাদেশ। অপোর এফ১৯ প্রো স্মার্টফোন কিনলে দুই হাজার টাকা এবং এনকো ডাব্লিউ১১ ইয়ারফোন কিনলে এক হাজার টাকা এবং এই দুটি ডিভাইস একসঙ্গে কিনলে তিন হাজার টাকা ছাড় দেওয়া হচ্ছে। অফারটি ২০ জুন শুরু হয়েছে। স্টক থাকা সাপেক্ষে এটি চলবে সীমিত সময়ের জন্য।

মার্চে বাজারে মধ্যম বাজেটের ফোন অপো এফ১৯ প্রোতে রয়েছে ডুয়াল ভিউ ভিডিও, এআই কালার প্রোর্টেট ভিডিও, রেনো গ্লো ইফেক্টের নতুন ক্রিস্টাল সিলভার ডিজাইন, ৩০ ওয়াট ভুক ফ্ল্যাশ চার্জ এবং গেম ফোকাস মোড।

অন্যদিকে অপোর ওয়্যারলেস ইয়ারফোন এনকো ডাব্লিউ১১তে রয়েছে ব্লুটুথ ট্রান্সমিশন, সম্প্রসারিত বেইস, ২০ ঘণ্টা ব্যাটারি লাইফ এবং ধুলাবালি নিরোধক ফিচার।