kalerkantho

শনিবার । ৯ শ্রাবণ ১৪২৮। ২৪ জুলাই ২০২১। ১৩ জিলহজ ১৪৪২

ক্রিপ্টোকারেন্সির সমর্থন বন্ধ করতে ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে চীন

টেক প্রতিদিন ডেস্ক   

২৩ জুন, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেক্রিপ্টোকারেন্সির সমর্থন বন্ধ করতে ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে চীন

ক্রিপ্টোকারেন্সির লেনদেনে সমর্থন বন্ধ করতে ব্যাংক এবং অর্থ আদান-প্রদানের প্ল্যাটফর্মগুলোকে নির্দেশ দিয়েছে চীন। শুক্রবার দেশটির সিচুয়ান প্রদেশে বিটকয়েন মাইনিংয়ের কাজ বন্ধ করে দেওয়ার পর এই আদেশ এলো। এরপর সোমবার বিটকয়েনের দাম আরো ১০ শতাংশ হ্রাস পেলেও মঙ্গলবার এশীয় বাজারে এটি  স্থিতিশীল অবস্থায় রয়েছে।

এপ্রিলে ক্রিপ্টোকারেন্সির মূল্য রেকর্ড সর্বোচ্চ ৬৩ হাজার ডলারে ওঠার পর থেকে এ পর্যন্ত এটির মান প্রায় ৫০ শতাংশ কমেছে। সোমবার চীনের কেন্দ্রীয় ব্যাংক পিপলস ব্যাংক অব চায়না (পিবিওসি) জানিয়েছে, তারা সম্প্রতি বেশ কয়েকটি বড় ব্যাংক এবং অর্থ প্রদানকারী সংস্থাকে তলব করে নিজেদের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে। আর তাতে ক্রিপ্টোকারেন্সির ব্যবসায় আরো কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ  দেওয়া হয়েছে।

অন্যদিকে আর্থিক প্রযুক্তি জায়ান্ট অ্যান্ট গ্রুপের মালিকানাধীন চীনা মোবাইল ও অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্ম আলিপে বলেছে, অবৈধ ক্রিপ্টোকারেন্সির লেনদেন শনাক্ত করতে তারা একটি মনিটরিং ব্যবস্থা চালু করবে।  সূত্র : বিবিসি