kalerkantho

রবিবার । ১০ শ্রাবণ ১৪২৮। ২৫ জুলাই ২০২১। ১৪ জিলহজ ১৪৪২

প্রেস রিলিজ

হয়ে গেল আইএসপিএবির প্রশিক্ষণ কর্মশালা

২২ জুন, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেহয়ে গেল আইএসপিএবির প্রশিক্ষণ কর্মশালা

শুক্রবার ঢাকায় হয়ে গেল ইন্টারনেট সার্ভিস প্রভাইডারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএসপিএবি) উদ্যোগে এবং আইসিটি বিজনেস প্রমোশন কাউন্সিলের সহযোগিতায় ‘ডিডোস অ্যান্ড রাউটিং সিকিউরিটি’র ওপর তিন দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা। বাংলাদেশের বিভিন্ন আইএসপি প্রতিষ্ঠানের প্রায় ৬২ জন সিস্টেম অ্যানালিষ্ট ও অপারেটিং ইঞ্জিনিয়ার প্রশিক্ষণ কর্মশালায়    অংশ নেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ও বিপিসির কো-অর্ডিনেটর আব্দুর রহিম খান। সাইবার নিরাপত্তা ও দক্ষ জনশক্তি তৈরিতে এ ধরনের প্রশিক্ষণের আয়োজন করার জন্য আইএসপিএবিকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ‘ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠানসহ দেশের সাইবার নিরাপত্তার জন্য প্রশিক্ষণটি অত্যন্ত জরুরি।’ উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইএসপিএবির সেক্রেটারি জেনারেল মো. ইমদাদুল হক।

তিন দিনব্যাপী এই কর্মশালায় প্রশিক্ষণ দিয়েছেন মো. আব্দুল আউয়াল ও সুমন কুমার সাহা।সাতদিনের সেরা