kalerkantho

রবিবার । ১০ শ্রাবণ ১৪২৮। ২৫ জুলাই ২০২১। ১৪ জিলহজ ১৪৪২

টিকটকের মূল প্রতিষ্ঠান বাইটড্যান্সের আয় দ্বিগুণ

টেক প্রতিদিন ডেস্ক   

২২ জুন, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেটিকটকের মূল প্রতিষ্ঠান বাইটড্যান্সের আয় দ্বিগুণ

গত বছর দ্বিগুণ আয় করেছে টিকটকের মালিকানাধীন প্রতিষ্ঠান বাইটড্যান্স। কর্মীদের কাছে প্রকাশিত এক তথ্য থেকে জানা গেছে, ২০২০ সালে তাদের লভ্যাংশ ১১১ শতাংশ বেড়ে ৩৪.৩ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে!

কয়েক বছর ধরে যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশে চাপের মুখে থাকার পরও বাইটড্যান্সসহ চীনের একাধিক প্রতিষ্ঠানের এ ধরনের অর্জন সত্যি চোখে  পড়ার মতো।

গত বছরের ডিসেম্বর পর্যন্ত টিকটকের মাসিক সক্রিয় ব্যবহারকারী ছিল প্রায় ১৯০ কোটি।

বাইটড্যান্স ২০১৬ সালে টিকটক অ্যাপ আনে। এখন সারা পৃথিবীতে মাসে ৫০ কোটিরও বেশি সক্রিয় ব্যবহারকারী রয়েছে তাদের। ফেসবুক, ইউটিউবকে ছাড়িয়ে এটি বিশ্বের সবচেয়ে বেশিবার ডাউনলোড হওয়া অ্যাপ।

 সূত্র : বিবিসিসাতদিনের সেরা