kalerkantho

শুক্রবার । ২২ শ্রাবণ ১৪২৮। ৬ আগস্ট ২০২১। ২৬ জিলহজ ১৪৪২

প্রেস রিলিজ

নতুন মডেলের গেমিং ল্যাপটপ আনল ওয়ালটন

১৬ জুন, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেনতুন মডেলের গেমিং ল্যাপটপ আনল ওয়ালটন

গেমারদের কথা মাথায় রেখে নতুন মডেলের অত্যাধুনিক প্রযুক্তির গেমিং ল্যাপটপ ডাব্লিউডাব্লিউজিএল৭১০এইচ’ বাজারে ছাড়ল ওয়ালটন। ওয়াক্সজ্যাম্বো সিরিজের এই ল্যাপটপ দিয়ে গেম খেলা ছাড়াও গ্রাফিকস সংক্রান্ত ভারী কাজ এবং ছবি বা ভিডিও সম্পাদনাও করা যাবে। ওয়ালটনের নতুন এই গেমিং ল্যাপটপের বিশেষ বৈশিষ্ট্য হলো ১৫.৬ ইঞ্চির ফুল এইচডি ম্যাট আইপিএস এলইডি ব্যাকলিট ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ১৪৪ হার্জ এবং কালার কোয়ালিটি ৭২% এনটিএসসি। এতে ব্যবহৃত হয়েছে ইন্টেলের দশম প্রজন্মের ২.২০ গিগাহার্জ ক্লকরেটের কোর আই সেভেন ১০৮৭০এইচ ৬-কোর প্রসেসর। মেমোরি ডিভাইস হিসেবে রয়েছে ১৬ গিগাবাইট ডিডিআর৪ র‌্যাম, যা ৩২ জিবি পর্যন্ত বাড়ানোর সুযোগ রয়েছে। স্টোরেজ হিসেবে আছে এনভিএমই পিসিআইই এম.টু ১ টেরাবাইট সলিড স্টেট ড্রাইভ। দেশের সব ওয়ালটন প্লাজা ও সেলস পয়েন্টে পাওয়া যাচ্ছে উচ্চমানের এই ল্যাপটপ। দাম এক লাখ ৮৯ হাজার ৯৫০ টাকা।সাতদিনের সেরা