kalerkantho

শনিবার । ৯ শ্রাবণ ১৪২৮। ২৪ জুলাই ২০২১। ১৩ জিলহজ ১৪৪২

স্মার্টফোনের কল্যাণে বিপুল মুনাফা স্যামসাংয়ের

টেক প্রতিদিন ডেস্ক   

১৪ জুন, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেস্মার্টফোনে ভালো ব্যবসার সুবাদে মুনাফা বেড়েছে দক্ষিণ কোরীয় প্রযুক্তি জায়ান্ট স্যামসাং ইলেকট্রনিকসের। সম্প্রতি এক বিবৃতিতে কম্পানি জানায়, মার্চ পর্যন্ত চলতি বছরের প্রথম প্রান্তিকে মুনাফা বেড়েছে ৪৬.৩ শতাংশ। এক বছর আগের একই সময়ের তুলনায় এ মুনাফা বেড়ে হয়েছে ৭.১ ট্রিলিয়ন ওন (৬.৪ বিলিয়ন ডলার)। কম্পানি জানায়, সেমিকন্ডাক্টর এবং ডিসপ্লে বিক্রিতে আয় কমলেও স্মার্টফোন ও কনজ্যুমার ইলেকট্রনিকস বিক্রি বেড়েছে ব্যাপকভাবে।

স্যামসাংয়ের এমন খুশির খবর এসেছে যখন কম্পানিটি উত্তরাধিকার কর প্রদান নিয়ে ঝামেলায় রয়েছে। গত বছর স্যামসাং গ্রুপের চেয়ারম্যান লি কুন-হি মারা যান। এ অবস্থায় তাঁর সম্পদ উত্তরাধিকারের মধ্যে বণ্টনের ক্ষেত্রে রাষ্ট্রকে উত্তরাধিকার কর দিতে হবে। এ করের পরিমাণ দাঁড়িয়েছে ১০ বিলিয়ন ডলারের বেশি, যা পরিশোধের প্রতিশ্রুতি দিয়েছে কম্পানিটি।

বিশ্বজুড়ে করোনা মহামারিতে লাখ লাখ মানুষের প্রাণহানির পাশাপাশি আয়ও কমেছে। অন্য কম্পানিগুলোর মতো এ সময়ে স্যামসাংয়ের স্মার্টফোন, টিভি, চিপস ইত্যাদির চাহিদা বেড়েছে। কম্পানির অপারেটিং মুনাফা ৪৫.৪ শতাংশ বেড়ে হয়েছে ৯.৪ ট্রিলিয়ন ওন। বিক্রি ১৮.২ শতাংশ বেড়ে হয়েছে ৬৫.৪ ট্রিলিয়ন ওন।     সূত্র : এএফপি।