kalerkantho

বুধবার । ২ আষাঢ় ১৪২৮। ১৬ জুন ২০২১। ৪ জিলকদ ১৪৪২

প্রেস রিলিজ

চীনে সর্ববৃহৎ সাইবার সিকিউরিটি সেন্টার উদ্বোধন হুয়াওয়ের

টেক প্রতিদিন ডেস্ক   

১১ জুন, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেচীনে সর্ববৃহৎ সাইবার সিকিউরিটি সেন্টার উদ্বোধন হুয়াওয়ের

চীনের ডংগুয়ানে নিজেদের সর্ববৃহৎ গ্লোবাল সাইবার সিকিউরিটি ও প্রাইভেসি প্রটেকশন ট্রান্সপারেন্সি সেন্টার উদ্বোধন করেছে হুয়াওয়ে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য দেন জিএসএমএ, এসইউএসই, ব্রিটিশ স্ট্যান্ডার্ড ইনস্টিটিউশনের প্রতিনিধি এবং সংযুক্ত আরব-আমিরাত ও ইন্দোনেশিয়ার নিয়ন্ত্রকরা। নতুন সেন্টার চালু করার পাশাপাশি হুয়াওয়ের প্রডাক্ট সিকিউরিটি বেজলাইন প্রকাশ করেছে। যার মাধ্যমে প্রতিষ্ঠানটি প্রথমবারের মতো এর প্রডাক্ট সিকিউরিটি বেজলাইন ফ্রেমওয়ার্ক ও ব্যবস্থাপনা অনুশীলন পুরো খাতের জন্য উন্মুক্ত করে হুয়াওয়ে। হুয়াওয়ের রোটেটিং চেয়ারম্যান কেন হু বলেন, ‘একীভূত শিল্প খাত হিসেবে আমাদের একসঙ্গে কাজ করা প্রয়োজন এবং মানদণ্ড, প্রযুক্তি ও যাচাইকরণে নিজেদের মধ্যে সর্বোত্তম অনুশীলনীগুলো আদান-প্রদান করতে হবে। ডিজিটাল বিশ্বে নিরাপত্তা ও উন্নয়নের সঠিক ভারসাম্য বজায়ে কাজ করতে পারি।’