kalerkantho

মঙ্গলবার । ২৭ বৈশাখ ১৪২৮। ১০ মে ২০২১। ২৭ রমজান ১৪৪২

এ বছরই সাড়ে চার হাজার ইউনিয়নে ব্রডব্যান্ড সুবিধা

টেক প্রতিদিন ডেস্ক   

৪ মে, ২০২১ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেএ বছরই সাড়ে চার হাজার ইউনিয়নে ব্রডব্যান্ড সুবিধা

এ বছরই দেশের সাড়ে চার হাজার ইউনিয়নে পৌঁছে যাচ্ছে ব্রডব্যান্ড। রবিবার টেলিযোগাযোগ সুবিধা বঞ্চিত এলাকায় ব্রডব্যান্ড কানেক্টিভিটি স্থাপন প্রকল্পের ইউনিয়ন পর্যায়ে ব্রডব্যান্ড কানেক্টিভিটি স্থাপন কাজের উদ্বোধন অনুষ্ঠানে এই তথ্য জানান তথ্য-প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহেমদ পলক। তিনি বলেন, ‘চতুর্থ শিল্প বিপ্লবের যুগে ব্যবসা-বাণিজ্য, শিক্ষা, স্বাস্থ্যসহ সকল কার্যক্রম ইন্টারনেটনির্ভর হয়ে উঠেছে। বর্তমানে দেশের প্রায় ৩৮০০ ইউনিয়নে এরই মধ্যে হাইস্পিড ফাইবার অপটিক কেবল কানেক্টিভিটি পৌঁছে গেছে। তথ্য-প্রযুক্তি বিভাগের কানেক্টেড বাংলাদেশ প্রকল্পের মাধ্যমে দুর্গম এলাকার ৬১৭টি ইউনিয়ন ডিজিটাল সেন্টারে হাইস্পিড ইন্টারনেট কানেক্টিভিটি পৌঁছে দেওয়া হবে এবং চলতি বছর এটির মূল অবকাঠামো তৈরির কাজ শেষ হবে।’

প্রতিমন্ত্রী আরো বলেন, ‘দেশে বিটিসিএলের মাধ্যমে ১২০০, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের ইনফো সরকার-৩ প্রকল্পের আওতায় ২৬০০ ইউনিয়নে ফাইবার অপটিক কেবলের মাধ্যমে ইন্টারনেট সংযোগ দেওয়া হয়েছে। আর যেসব ইউনিয়নে ফাইবার অপটিক কেবল নেওয়া যাচ্ছে না সেগুলোকে  বঙ্গবন্ধু-১ স্যাটেলাইটের মাধ্যমে যুক্ত করা হবে। এর মাধ্যমে গ্রামে বসেই শহরের সুযোগ-সুবিধা ভোগ করা যাবে এবং দুর্গম এলাকার তরুণ প্রজন্ম ফ্রিল্যান্সার হিসেবে নিজেদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে পারবে।’সাতদিনের সেরা