kalerkantho

বুধবার । ২৯ বৈশাখ ১৪২৮। ১২ মে ২০২১। ২৯ রমজান ১৪৪২

সিলেটে রক্তের সন্ধান দেবে শাবিপ্রবির ‘কিন ব্লাড’

নুরুল ইসলাম রুদ্র, শাবিপ্রবি   

২৩ এপ্রিল, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেসিলেটে রক্তের সন্ধান দেবে শাবিপ্রবির  ‘কিন ব্লাড’

জরুরি ভিত্তিতে রক্তের প্রয়োজন হতে পারে যে কারো। আর সে সময়ে রক্তের সন্ধান পাওয়া কঠিন হয়ে পড়ে। অনেক সময় আত্মীয়-স্বজনের কাছে খোঁজ নিয়েও পাওয়া যায় না উপযুক্ত রক্ত। ঠিক সময়ে রক্তের সন্ধান না পাওয়ায় কখনো কখনো দুশ্চিন্তা ও বিপদে পড়েন রোগীর পরিবার। এই দুশ্চিন্তা দূর করতে রক্তের সন্ধান দিতে পারে এমন একটি মোবাইল অ্যাপ চালু করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন ‘কিন’। এই অ্যাপের সাহায্যে সিলেট নগরীর যে কেউ রক্ত দিতে পারবেন রোগীকে। আবার রক্তের খোঁজও পাবেন এই অ্যাপের মাধ্যমে। রক্তের সন্ধান দেওয়া এই অ্যাপের নাম ‘কিন ব্লাড’। অ্যাপটি গুগল প্লেস্টোরে বিনা মূল্যে পাওয়া যাবে। অ্যাপটিতে যে কেউ ডোনার (রক্তদাতা) ও সদস্য হিসেবে রেজিস্ট্রেশন করতে পারবেন। কেউ সদস্য হলে তাঁর মোবাইল নাম্বার লুকানো থাকবে। কারো রক্তের প্রয়োজন হলে এখানে পোস্ট করতে পারবেন। অ্যাডমিন প্যানেল তা গ্রহণ করবেন এবং রক্তদাতা কে কে আছেন, রক্তগ্রহীতা থেকে রক্তদাতা কে কতদূরে আছেন এবং প্রয়োজনীয় সময় ইত্যাদি দেখতে পারবেন।সাতদিনের সেরা