kalerkantho

শুক্রবার । ৩ বৈশাখ ১৪২৮। ১৬ এপ্রিল ২০২১। ৩ রমজান ১৪৪২

প্রেস রিলিজ

আইএসপিএবির কর্মশালার সনদ বিতরণ ও সমাপনী অনুষ্ঠান

৪ মার্চ, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেইন্টারনেট সার্ভিস প্রভাইডারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএসপিএবি) উদ্যোগে এবং আইসিটি বিজনেস প্রমোশন কাউন্সিলের সহযোগিতায় আয়োজন করা হয় তিন দিনব্যাপী ‘আইপিভি৬ ডেপ্লয়মেন্ট’-এর ওপর এক প্রশিক্ষণ কর্মশালা। এতে অংশ নেয় চট্টগ্রাম আইএসপিএবির সদস্য, নন-মেম্বার, বিটিআরসির লাইসেন্সপ্রাপ্ত সব ন্যাশনওয়াইড, সেন্ট্রাল, জোনাল ও ক্যাটাগরি এবিসি আইএসপি। রবিবার প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেওয়া প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ বিতরণ ও সমাপনী অনুষ্ঠান আয়োজন করা হয় চট্টগ্রামের এক হোটেলে। এতে বাংলাদেশের বিভিন্ন আইএসপি প্রতিষ্ঠানের ৬০ জন সিস্টেম অ্যানালিস্ট ও অপারেটিং ইঞ্জিনিয়ার প্রশিক্ষণ নিয়ে সনদ গ্রহণ করেন।

সমাপনী অনুষ্ঠানে সনদ বিতরণ করেন আইএসপিএবির সেক্রেটারি জেনারেল মো. ইমদাদুল হক।

তিন দিনব্যাপী এই কর্মশালায় নেটওয়ার্কে আইপিভি৬ অ্যাড্রেস নিখুঁতভাবে কনফিগার, আইপিভি৬ রাউটিং, অপারেশন, ট্রাবলশুটিংসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। এ ছাড়া প্রতিষ্ঠানের নেটওয়ার্ক নিরাপদ রাখা এবং প্রযুক্তিগত সমস্যা হলে কিভাবে সমাধান করা যায়     তা-ও  জানানো হয়।

মন্তব্য