নিজেদের গাড়ি বাজারে আনতে যাচ্ছে চীনা মোবাইল প্রস্তুতকারক প্রতিষ্ঠান শাওমি। ‘শাওমি রেডমি কার’ নামের গাড়িটি মূলত ‘বেস্টিউন টি৭৭ এসউইবি’র বিশেষ সংস্করণ। ৩ এপ্রিল থেকে গাড়িটি বাজারে ছয়টি সংস্করণে পাওয়া যাবে। দাম শুরু হবে ১৩ হাজার ৪০০ ডলার থেকে। চীনা গাড়ি প্রস্তুতকারক প্রতিষ্ঠান ‘ফো’-এর অঙ্গপ্রতিষ্ঠান বেস্টিনের সঙ্গে যৌথভাবে এই গাড়ি তৈরি করেছে শাওমি। ২০১৯ সালেই শাওমি ঘোষণা দিয়েছিল তারা নিজেদের গতানুগতিক পণ্যের বাইরে গিয়ে নতুন এক পণ্য বাজারে আনতে যাচ্ছে। তবে সেটা কী পণ্য তা একপ্রকার গোপনই রেখেছিল তারা।
সূত্র: ডিজিটাল অ্যালফাবেট
মন্তব্য