নিজেদের প্ল্যাটফর্মে ভুয়া সংবাদ বা পোস্টের বিরুদ্ধে লড়াইয়ের জন্য ব্যবহারকারীদের দ্বারস্থ হবে টুইটার। এ জন্য মাইক্রোব্লগিং সাইটটি নতুন একটি পরীক্ষামূলক সেবা চালু করছে, যা কিনা ব্যবহারকারীদের সাহায্য করবে ভুয়া সংবাদকে চিহ্নিত করতে। প্রাথমিকভাবে এটি যুক্তরাষ্ট্রের এক ছোট দলের মধ্যে চালু করা হচ্ছে। টুইটার নিজেদের এক পোস্টে বলেছে, ‘বিষয়টি এখন একটু ঝামেলাপূর্ণ বলে মনে হতে পারে; কিন্তু ভবিষ্যতে এটি বেশ কাজের বলেই মনে হবে সবার কাছে।’
কোনো টুইট ভুয়া বলে মনে হলে সেটিকে চিহ্নিত করে আলাদা একটি সাইট ‘বার্ডওয়াচ’-এ গিয়ে নিজেদের মধ্যে প্রমাণ সাপেক্ষে তথ্য আদান-প্রদান করতে পারবেন টুইটার ব্যবহারকারীরা। পরে সেটির ওপর ভিত্তি করে সেই ভুয়া টুইটটি ডিলিট বা সরানো হবে।
সূত্র : বিবিসি
মন্তব্য