বাসায় থেকে কাজ করার ধারণা নিয়ে নতুন ধরনের একটি গাড়ি তৈরি করছে গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠান ‘নিশান’। তাদের ‘এনভি৩৫০ ক্যারাভান’-এ থাকছে অফিস করার সুবিধা। চাইলে কাজ করার অংশটিকে গাড়ি থেকে খানিক বের করেও ব্যবহার করা যাবে। আর এই অংশ নিয়ন্ত্রণ করার জন্য আছে স্মার্টফোন। এই অংশে একটি ডেস্কটপ কম্পিউটার ও চেয়ার এঁটে যাবে সহজেই।
সূত্র : ম্যাশেবল
মন্তব্য